আড়াইহাজারে এক ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মঞ্জুর হোসেন (৩০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় খাগকান্দা ইউপির নয়নাবাদ এলাকার রেশমত আলীর ছেলে এবং এক সন্তানের জনক ছিলেন। পুলিশ জানিয়েছে নিহত মঞ্জুর হোসেন কৃষি কাজ করতেন।

বৃহম্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এর আগে বুধবার রাত ১০ থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় সে বসত ঘরের অদূরে একটি আম গাছে ফাঁস দিয়েছে। মৃত্যুর কারণ জানাতে পারেনি কেউ। পুলিশের প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে ফিরে আড়াইহাজার থানার এসআই মাজেদ মিয়া জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। সে পেশায় কৃষক ছিল।

তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবারের লোকজন মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়েছিল।

এদিকে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে।

add-content

আরও খবর

পঠিত