নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হচ্ছে আজ। একই সঙ্গে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা মহাদেশের দেশগুলোতেও আজ ঈদ-উল আযহা উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ দেশেই খোলা মাঠে না গিয়ে মসজিদে এবং অনেক স্থানে ঘরোয়া ভাবেও ঈদ পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, মহামারীর কারণে খোলা মাঠে পবিত্র ঈদ-উল আযহার নামাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের সাত দেশ।
এদিকে, পবিত্র হজের নিয়ম অনুযায়ী, ৩০ জুলাই মুজদালিফায় রাত কাটানোর পর আজ ফজরের নামাজের পর মিনায় ফিরে শয়তানের প্রতীকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি দেবেন তারা।
ফিলিপাইন-মালয়েশিয়াতেও ঈদ উদযাপিত হচ্ছে আজ। মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আফ্রিকার দেশগুলোতেও ঈদ পালিত হচ্ছে আজ। মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সরকার প্রধান।