নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে সারা দেশে আজকে ৯ নভেম্বর শনিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ৮ নভেম্বর শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় বুলবুল এর শক্তিশালী আঘাতের আশঙ্কায় পটুয়াখালীর পায়রা ও বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।