আজ মহাবিপর্যের মুখে দেশ : এটিএম কামাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ভিন্ন মতকে নিশ্চিহ্ন করতে গিয়ে দেশ আজ মহাবিপর্যের মুখে। গণতন্ত্র নেই, ন্যায় বিচার নেই। কথা বললেই ডিজিটাল আইনের খড়গ দিয়ে টুটি চেপে ধরা হচ্ছে।  ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে সদর আড়াইহাজার ও রূপগঞ্জ থানার তিনটি হয়রানিমূলক রাজনৈতিক মামলার হাজিরা শেষে নেতাকর্মী ও সাংবাদিকদের তিনি এসকল কথা বলেন।

এটিএম কামাল আরো বলেন, শাসকগোষ্ঠীর অহঙ্কার আর বেপরোয়া দমন-পীড়নে দেশের মানুষ দিশেহারা। এই ভয়াবহ দু:শাসন থেকে মুক্তি পেতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসয় তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।

আইনজীবি ও নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সামসউদ্দীন আহম্মদ, বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, আনোয়ার মাহমুদ বকুল, শ্রমিকদল নেতা ফারুক হোসেন ও যুবদল নেতা মেহেদী হাসান রাজু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত