নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ এমপিদের শপথ আজ ৩লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে। ২রা জানুয়ারি বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। আজ সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের নিচ তলায় ‘শপথ কক্ষে’ নবনির্বাচিতদের শপথ পড়াবেন। তার আগে তিনি নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন।
গত ১লা জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে।
সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে [অনুচ্ছেদ ১৪৮ (২) ধারা] শপথের বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন [অনুচ্ছেদ ৭২ (২) ধারা] বসার বিধান রয়েছে। তাই বেসরকারি ফল প্রকাশের পরই নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার এমপিদের শপথ হচ্ছে এমন তথ্য নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে ২৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি আসন। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।