আজ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চালু হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হচ্ছে সরকার নিয়ন্ত্রিত বিআরটিসি বাস সার্ভিস। আজ বুধবার (২২ মে) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে রাজধানী ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের ২নং গেটের কাউন্টার থেকে এ বাসের শুভ সূচনা করবেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপো ম্যানেজার প্রকৌশলী জেড এ কামরুজ্জামান এ কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ বিআরটিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপাতত ১১টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। নগরীর ম-লপাড়া এবং মেট্রো হল মোড় থেকে বাস ছাড়া হবে বলে জানান জেড এ কামরুজ্জামান। নানা পক্ষ থেকে ভাড়া কমানোর দাবি সম্পর্কে তিনি বলেন, বাস ভাড়া কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন। ভাড়া কমানো বা ভাড়ানোর এখতিয়ার আমার নেই। কর্তৃপক্ষ চাইলে ভাড়া পুনঃনির্ধারণ করতে পারেন।

তিনি বলেন, মন্ডলপাড়া পুল এলাকা থেকে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। তবে মেট্রো হল মোড়ে ও চাষাঢ়া থেকে উঠলে ৫০ টাকা করে রাখা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ পথে ৪টি কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো হলো- মন্ডলপাড়া, চাষাঢ়া, শিবুমার্কেট ও জালকুড়ি।

প্রকৌশলী জেড এ কামরুজ্জামান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২ বছর ধরে নানা কারণে এ রুটে বিআরটিসি সার্ভিস বন্ধ ছিলো। এটি খুব দু:খজনক। এ রুটে পুনরায় বিআরটিসি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে গত ৭ মে ১১টি বিলাসবহুল বাস ভারত থেকে আনা হয়েছে। চাহিদা ছিলো ২৫টি বাসের। পর্যায়ক্রমে আরও বাস আসবে। শীতাতপ নিয়ন্ত্রিত এ বাসের সিট সংখ্যা ৫১টি। অত্যাধুনিক সব সুবিধা রয়েছে এসব বাসে।

add-content

আরও খবর

পঠিত