নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়া বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ই জানুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ৭ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, গত ২০১৮ সালের ২৯ই ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০১৯ সালের ৭ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী সভা গঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সরকারে আসে আওয়ামী লীগ। সে সময় সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা।
এরপর ২০০৯ সালে তৃতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ ও ২০১৯ সালে টানা সরকার গঠন করে আওয়ামী লীগ। স্বাধীনতাত্তর বাংলাদেশের সর্বোচ্চ পাঁচবার এবং টানা তিন মেয়াদ সরকার গঠন করেছেন আওয়ামী লীগ এবং দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা ৭টায় সরকার প্রধানের এই ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।