নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফতুল্লা থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গুলশানে নজরুল ইসলাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সম সাময়িক রাজনৈতিক বিষয়াদি নিয়ে ফতুল্লা থাা শ্রমিক দলের নেতৃবৃন্দকে নানা দিক নির্দেশনা দেন।
এসময় তিনি চলমান ১ দফার আন্দোলনে রাজপথে ফতুল্লা থানা শ্রমিকদলের ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে যে কোন প্রয়োজনে, সকল পরিস্থিতিতে ফতুল্লা থানা শ্রমিকদলের পাশে থাকার আশ্বাস দেন নজরুল ইসলাম আজাদ।
ফতুল্লা থানা শ্রমিকদলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল আমিনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. শিপলু, সিদ্দিকুর রহমান উজ্জ্বল, জলিল, আওলাদ হোসেন, আমির হোসেন ব্যাপারী, সদস্য মো. মুসলিম, সুমন, আল আমিন, ফারুক সহ ফতুল্লা থানার পাচটি ইউনিয়ন শ্রমিকদল নেতৃবৃন্দ।