আজমেরী ওসমানের পক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এ আয়োজনে সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় প্রয়াত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান দু:স্থ কল্যান ফাউন্ডেশন ও জাগত নারায়ণগঞ্জ সহ ২১টি সংগঠন।এ সময় উপস্থিত ছিলেন জাগত নারায়ণগঞ্জ এর সভাপতি তুলসি ঘোষ, সাধারণ সম্পাদক মো.স্বপন মিয়া, সিনিয়র সাধারণ সম্পাদক মো. আমির হোসেন খোকা, নাসির, সুমন, জাতীয় ছাত্র সমাজ এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন রুপু, জাতীয় ছাত্র সমাজ এর নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শাহ আলম সবুজ, পিজে শামীম, নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি সাধারণ সম্পাদক মুরশিদ আলম খান, আজহার, মো.আক্তার নুর, রাতুল, বাবু, মনির, ডালিম, প্রাইভেট স্ট্যান্ড এর সভাপতি জামাল, মালিক সমিতির সভাপতি ডালিম, সৌরভ প্রধান, নাদভী আহমেদ রুন, ঝলক, জুম্মান, মোস্তফা, নাহিদ, নিজাম, তন্ময়, অয়ন, বিজয়, জিতু দাস, হাজীগঞ্জ পানির কল এর রবিন ও রাসেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

add-content

আরও খবর

পঠিত