নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের পক্ষে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাতে তার ব্যক্তিগত কার্যালয় থেকে প্রতিবন্ধী রাকিবকে তা হস্তান্তর করা হয়।
জানা গেছে, রাকিব ইসদাইর এলাকার বাসিন্দা।তার এক ছেলে ও মেয়ে রয়েছে।তবে শারীরিক প্রতিবন্ধি হওয়ায় চলাচলের জন্য হুইল চেয়ার নেই। এ খবর জানালে তৎক্ষনাত তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়।
এসময় উপিস্থত ছিলেন, জাতীয় পার্টির সাবেক নেতা ও ক্যবল অপারেটর ব্যবসায়ী আলী হায়দার শামীম, সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, ব্যবসায়ী কামাল হোসেন, ব্যবসায়ী মনির হোসেন, মোল্লা খায়েরুদ্দিন, ব্যবসায়ী মিজানুর রহমান, মো. নাছির হোসেনসহ আরো অনেকেই।