নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ওসমান আজমেরী ওসমানের উদ্যোগে তার অত্যন্ত স্নেহের ছোটভাই দুবাই প্রবাসি ইউসুফ খান এর কুলখানি উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) বাদ আসর শহরের আল্লামা ইকবাল রোডস্থ আজমেরী ওসমানের বাসভবনের নিচে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম ইউসুফ খান এর রুহের মাগফিরাত কামনা করা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজি আমির, আওয়ামী লীগ আব্দুল হামিদ প্রধান, মো: নাসির উদ্দিন, সুমন, মনির হোসেন, খায়রুদ্দিন মোল্লা, হোসেন রেজা, জোহাদ শাকিল, সেলিমসহ আজমেরী ওসমানের অনুগামী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ্য, গত বুধবার (৬ ডিসেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর নিজ বাড়িতে দুবাই প্রবাসি ইউসুফ খান হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর। তার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জের যুব নেতা আজমেরী ওসমান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।