নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ৭ম বছর পূর্তি উপলক্ষে মহেশপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে গত ১৯ মে শুক্রবার সকালে মহেশপুর রিপোটার্স ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের ৫ বার নির্বাচিত চেয়ারম্যান এবিএম শাহীদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত আলোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শাহীদুল ইসলাম।
প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের নীরবাংলার প্রকাশক ও সম্পাদক এস এম এমদাদুল হক মিলন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, যাদবপুর ইউপি সদস্য নুর মোহাম্মদ সরকার,আব্দুল ওহাব, আমির হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, মিলন মিয়া, সাইদুর রহমান সাইদ, ঝন্টু মিয়া, বিল্লাল হোসেন, আনিছ মিয়া, স্বপন কুমার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা জাতির বিবেক, সত্যর পথে থাকবেন, সত্য ঘটনা লিখবেন এবং মহেশপুরের সন্তান এস এম এমদাদুল হক মিলন একটি পত্রিকার সম্পাদক হওয়ায় আমাদের গর্ব।
অনুষ্ঠানে প্রধান বক্তা দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুলল হক মিলন বলেন, স্বাধীনতার অতন্দ্র প্রহরি স্লোগানকে সামনে রেখে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করায় মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি তবুও কবি নজরুলের চেতনা ধারন করে সত্য বলব ও সত্য লিখব। চড়াই উৎরাই পেরিয়ে ৭টি বছর নিয়মিত দৈনিক আজকের নীরবাংলা প্রকাশ করে চলেছি। এই কৃতিত্ব শুধু আমার একার নয় আমার সহযোদ্ধাদেরও রয়েছে। আগামীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে পত্রিকাটি বাজারজাত করে সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গি ও ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার সহায়তা করে চলব ইনশাল্লাহ।