আগামী ২৩ জুলাই সোনারগাঁও ডিগ্রী কলেজের সপ্ন পুরণের প্রথম ধাপ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : চলতি মাসের ২৩ জুলাই সোনারগাঁয়ের শিক্ষার্থীদের স্বপ্ন পুরণের সূচনা হতে হচ্ছে। বেলা ১১টায় প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা সাব-রেজিষ্টারের হাতে শিক্ষা সচিব বরাবর সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ সরকারী করণের লক্ষ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর প্রদান অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাঁপ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। এবং জমি হস্তান্তরের পরই সরকারী করণের বাকী কাজ সম্পন্ন হবে।

তিনি আরো জানান, অনুষ্ঠানটি সফলমন্ডিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কোন উর্ধ্বতন কর্মকর্তা থাকবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়কে জানানো হয়েছে, অনুষ্ঠানে থাকবেন কি-না এটা ঠিক করে বলা যাচ্ছেনা। তবে উপজেলা সাব-রেজিস্টারের মাধ্যমে শিক্ষা সচিবের কাছে আমরা জমিগুলো হস্তান্তর করব।

উল্লেখ্য, ১৯৬৯ সালে শিক্ষানুরাগী ও সাবেক এমসিএ এড. সাজেদ আলী মিয়া এলাকার কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে স্থানীয়দের উচ্চ শিক্ষা বিস্তারে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। কলেজটি সরকারী করণের জন্য দীর্ঘ দিন যাবত স্থানীয়রা আবেদন করে আসছিলেন। ইতোপূর্বে সরকারী করণের আশ্বাস প্রতিজ্ঞাতেই সীমাবদ্ধ ছিল। তবে ২৩ জুলাই জমি হস্তান্তরের মাধ্যমে এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের প্রতিক্ষার শেষ হবে বলেও জানান অধ্যক্ষ।

add-content

আরও খবর

পঠিত