নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ২২ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন ২৭টি ওয়ার্ডের মোট ১ লাখ ৮ হাজার ২২৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নিতাইগঞ্জে নগরভবন সভাকক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজনে অনুষ্ঠিত ভিটামিন (এ) প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
ভিটামিন এ ক্যাম্পেইনের জন্য ২৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে ৩৪০টি স্থায়ী, অস্থায়ী টিকাদান কেন্দ্র। এ ক্ষেত্রে ২৭টি ওয়ার্ডকে বিভক্ত করা হয়েছে ৩টি অঞ্চলে। সিদ্ধিরগঞ্জ অঞ্চল ১নং থেকে ৯নং ওয়ার্ডে ১১০টি কেন্দ্র, নারায়ণগঞ্জ সদর অঞ্চল ১০ থেকে ১৮ নং ওয়ার্ডে ১৫০টি কেন্দ্র ও কদম রসূল অঞ্চলে ৮০টি টিকা কেন্দ্র স্থাপন করা হবে।
নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনের সভাপতিত্বে ও মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাখালি ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. মো. আবু ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড জোনে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তা ও নাসিক কর্মকর্তারা।