নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জ-৫আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল শুক্রবার মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানের মসজিদে তার পরিবারের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সকলকে উপস্থিত হয়ে প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করার জন্য তার পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ ও ৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এবং একেএম শামীম ওসমান সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান। তিনি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সব থেকে বেশি ৪ মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য। ১৯৮৮৪, ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।