আগামী বিশ্বকাপেও মেসিকে চান আর্জেন্টাইন কোচ স্কালোনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বিশ্বকাপের শুরু থেকেই খুব জোরেশোরেই শোনা যাচ্ছিল, ফুটবলের জাদুকর লিওনেল মেসি অবসর নিতে যাচ্ছেন কোনো কোনো গণমাধ্যমে বিষয়ে কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন তিনি কিন্তু না, বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি তিনি জানান, আরও কয়েকবছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন

এবার মেসির সঙ্গে সুর মেলালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগামী বিশ্বকাপেও মেসিকে চাইলেন তিনি। এমনকি মেসির জন্যই ১০ নম্বর জার্সি বরাদ্দ রাখছেন তিনি। স্কালোনির দাবি, তার স্বপ্নটা আরও বড়। ২০২৬ বিশ্বকাপেও মেসিকে চান

স্কালোনি বললেন, আমরা ১০ নম্বর জার্সি আমরা আগামী বিশ্বকাপেও তার (মেসি) জন্য প্রস্তুত রাখব। আমরা চাই, মেসি খেলা চালিয়ে যাক। যদি মেসি চায়, তাহলে ১০ নম্বর জার্সি তার (মেসি) জন্য থাকবে

স্কালোনি জানালেন, কোপা আমেরিকায় ব্রাজিলকে হারানো পর মেসির সঙ্গে কথা হচ্ছিল। সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দেশের মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। মেসি আমাকে বলেছিল, যাই হোক না কেন, আমাদের ছুটে যেতে হবে। মেসির কথা আমাকে দারুণভাবে তাড়িত করেছে

add-content

আরও খবর

পঠিত