আগামীকাল মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামীকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবের জেদ্দায় আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচের আগে নিজের ভাবনা এভাবেই পরিষ্কার করে জানিয়ে দেন ব্রাজিল কোচ। ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

তিতে বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়। সেই ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে। তা নাহলে আমরা মাথা নিচু করেই মাঠ ছাড়বো।

শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। তবে স্বাগতিকদের ২-০ গোলে হারাতে খুব একটা কষ্ট হয়নি নেইমারদের। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে এমন জয়ে অবশ্যই স্বস্তিতে থাকবে ব্রাজিল।

অপরদিকে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা আছে ফুরফুরে মেজাজে। সৌদি আরবকে হারিয়ে ব্রাজিলও নিজেদের গুছিয়ে নিয়েছে। কিন্তু নিজের শিষ্যদের পারফরম্যান্সে মোটেই খুশি নন তিতে। বলেন, আমাদের খেলা মোটেও মুগ্ধ করার মতো ছিল না। আমরা জিতেছি কেবল আমাদের আক্রমণভাগের সৃজনশীলতার কারণে।

সূএ : বাংলার খবর ২৪

add-content

আরও খবর

পঠিত