আগামীকাল মতলব আসছেন এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল ৩দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার মতলব উত্তর আসছেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সড়ক পথে মতলব উত্তরের উদ্দ্যেশে ঢাকা হতে রওয়ানা দিয়ে নিজ বাড়ী আসবেন এবং রাত্রে নায়েরগাও দ: ইউনিয়ন পরিষদের শাহপুর গ্রামে জৈনপুর (ভারত) হুজুরের মাহফিলে অংশগ্রহণ শেষে রাতে মতলব উত্তরের নাউরী নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন।

১৫ ফেব্রুয়ারী শুক্রবার  মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দলীয় নেতাকর্মী ও জনগণের  সাথে  মত বিনিময় এবং গণসংযোগ করে নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। ১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় নাউরী আদর্শ ডিগ্রী কলেজের নতুুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুুর বাজারের জৈনপুর (ভারত) হুজুরের মাহফিলে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দ্যেশে মতলব ত্যাগ করবেন।

add-content

আরও খবর

পঠিত