আগামীকাল মঞ্চ মাতাতে আসছে ইমরান, আর্টসেল ও রাফাত আলী খান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ আগামীকাল ১৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন এ কে এম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আলহাজ¦ এ কে এম শামীম ওসমান আর বিশেষ অতিথি থাকবেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

আগামীকাল ১৬ সেপ্টেম্বর রবিবার প্রথমে সকাল ১০ টায় বিভিন্ন স্থাপনা উদ্বোধন, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত, অতিথিদের বরণ, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়কের স্বাগত বক্তব্য, নবাগত শিক্ষার্থীদের বক্তব্য, ছাত্র-ছাত্রী নেতৃবৃন্দের বক্তব্য, শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, সভাপতির  সমাপনী বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে এ বছরের নবীন বরণ অনুষ্ঠান।

এ বছরের নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে মঞ্চ মাতাতে উপস্থিত থাকবে বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমরান, ব্যান্ড আর্টসেল ও রাফাত আলী খান। নানা কর্মসূচী মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু হবে আর চলবে সারা দিন ব্যাপী ।

জানা যায়, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম ও আই.ডি কার্ড নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে বলা হয়েছে। তাছাড়া নবীন বরণ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে সকল কলেজের ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করতে পারবে।

এছাড়া আরও জানা যায়, সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে গত  ১০ সেপ্টেম্বর তোলারাম কলেজ প্রাঙ্গনে একটি প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি  হাবিবুর রহমান রিয়াদ জানায়, সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে অয়ন ওসমানের নির্দেশে নবীন বরণে কোনো টিকেট বা কুপনের ব্যবস্থা করা হয় নি যার জন্য সকলেই এই নবীন বরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারবে।

নবীন বরণ অনুষ্ঠানকে সফল করতে কাজ করছে সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ ছাত্রলীগের নেতাকর্মী এবং কলেজ ছাত্র-ছাত্রী সংসদবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত