নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় ওসমানী পৌর স্টেডিয়ামে নীট কনসার্ণ গ্রুপ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাব্বী মিয়া, জেলা প্রশাসক ও সভাপতি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জসীম উদ্দীন হায়দার এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সকলকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। খেলায় অংশ নিবে সদর উপজেলা ও বন্দর উপজেলা। উভয় দলে দেশ-বিদেশী তারকা ফুটবলাররা অংশ নিবে।