নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তরুণ উদ্যোক্তাদের বানিজ্য মেলা-২০১৭। এই মেলাটির আয়োজন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর একটি গ্রুপ র্গালস নেটওর্য়াক। ৬ই ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খালেদ হায়দার খান কাজল ( সভাপতি-নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, সাধারণ সম্পাদক রাইফেল ক্লাব ), বিশেষ অতিথি শাহ নিজাম ( যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামীলীগ ), এহসানুল হাসান নিপু ( সাবেক সভাপতি- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ )।
এ বিষয়ে র্গালস নেটওর্য়াক এর এডমিন ও আয়োজক শারমিন শাকিল মেঘলা জানায়, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ বৃদ্ধি করতে আমার এই ছোট আয়োজন। আমাদের এই মেলাটি চলবে ৭ই ডিসেম্বর থেকে ১০ ই ডিসেম্বর র্পযন্ত। মেলায় থাকছে দেশী ও বিদেশী পোশাক, শাড়ি, চুড়ি, গহনা, কসমেটিকস, হাতের তৈরী আচার ও পিঠা, ফুড জোন এবং খাবারের দোকান। এছাড়াও মেলায় কেনাকাটা শেষে র্যাফেল-ড্র এর মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারবেন আকর্ষনীয় পুরস্কার।