নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর ফার্মগেটস্থ কুতুববাগ দরবার শরিফের তিন দিনব্যাপী মহাপবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা আগামীকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে বন্দরে দরবারের নিজস্ব স্থাপনায় শুরু হচ্ছে। ওরছে যোগদান করেছেন দেশ-বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান, মুরিদ ও ভক্তরা। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ ফজর পবিত্র ফাতেহা শরিফ পাঠের মধ্য দিয়ে শুরু হচ্ছে ওরছের আনুষ্ঠানিক কার্যক্রম।
সারাদিন ও রাতব্যাপী পবিত্র কোরআন, হাদিস, ইজমা কিয়াসের আলোকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়েকেরাম শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফত বিষয়ে মূল্যবান বয়ান করবেন।
শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টায় দরবার শরিফের পীর কেবলাজান আলহাজ মাওলানা হজরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী মানবজীবনে সুফিবাদের ওপর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
জুমার নামাজের পর বিরামহীনভাবে চলবে ওয়াজ নসিহত। শনিবার (২ মার্চ) ফজরের নামাজের পর দেশ ও বিশ্ববাসীর কল্যাণ এবং মানবজাতির মুক্তি প্রার্থনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরছ।