আগরতলা মামলার ৩৫ জনকে নিয়ে স্মৃতি কথা ৭১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর আগরতলা মামলার সকল শহীদদের শ্রদ্ধাঞ্জলি  এবং স্বাধীনতা বিষয়ক স্মৃতি কথা মানুষের সামনে তুলে ধরতে স্মৃতি কথা ৭১ নিয়ে এলো নতুন আয়োজন। যেখানে আগরতলা ষড়যন্ত্রের মামলায় যে ৩৫ জন ছিল, তাদের কথা তুলে ধরা হবে।

এসময়  স্মৃতি কথা ৭১সম্মানিত অতিথি  হিসেবে প্রাধান্য পেয়েছে,  মৃত.মোঃ আলী খান। আমরা তার ছেলে মো. মুরাদ খান স্মৃতি কথা ৭১ কে জানায়  আগরতলা মামলায় প্রথমে ৩১ জনের নাম ছিল। পরে সেখানে ৩৫ জনের নাম হয়েছে।সেখানে ফজলুল হক, জহিরুল হক, সহ অনেকেই রয়েছে। বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে ছিল। সেখানে আমার বাবাও ছিলেন, এবং বঙ্গবন্ধুর সাথে পিতার ১ ঘন্টার গুপ্ত  বৈঠক হয়েছিল। তখন পাকিস্তানি এয়ার ফোর্সে সদস্যরা বাবাকে গুপ্তচর বলেছিল। তখন সেখানে  ডা. মিজানুর ছিলেন, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছন। আমার বাবা কোন পলিটিশিয়ান লিডার ছিলেন না, তবে বঙ্গবন্ধুর খুবই কাছের মানুষ ছিলেন।
১৯৭৫ এর ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সহ তার সপরিবারকে মারা হল তখন আমার বাবা কুর্মিটোলা ক্যান্টনমেন্টে ছিলেন। ফোর্সেরা যখন সব রকম প্রস্তুতি নিচ্ছিল,তখন বাবা এটা দেখে আব্দুর রাজ্জাককে খবর দিয়েছিল। যে ঘটনা খুবই খারাপ পর্যায়ে। তখন বঙ্গবন্ধুসহ সবাই বলছিল, ওরা ইউনিভার্সিটিতে যাবে আনন্দ উল্লাস করবে। ওমন ভাবে কথাগুলা মালুম করেনি। অনেক বার বলা হয়েছিল, বাবার নাম ঘোষণা করবে।পরে আর ঘোষণা করেনি। তবে মুখে মুখে বাবার বিষয়টা সকল নেতাকর্মী সহ প্রধানমন্ত্রী ও জানতেন। ১৯৯৬  সালে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসে, তখন বরিশালে প্রায় দুই লক্ষ মানুষের সামনে, আমার বাবাকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান প্রদান করেছিলেন।

add-content

আরও খবর

পঠিত