নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : সবার জন্য গাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে আকিজ মটরস এর মেলা। গত ২৪শে ডিসেম্বর মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিকেএমইএ সহ সভাপতি জি.এম ফারুক। ফতুল্লা থানাধীণ লামাপাড়ায় শুরু হওয়া মেলাটি চলবে আগামী ৩১ জানুয়ারি ছুটির দিন শুক্রবার পর্যন্ত । মেলা উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। যেখানে ছোট-বড় গাড়ি, ইলেকট্রিক চার্জবাহি গাড়ি ও মোটর সাইকেল, পিকাপ ভ্যান, কংক্রিট ও কনস্ট্রাকশন ইক্যুইপমেন্ট সহ রয়েছে অটোমোবাইল ওয়ার্কশপ এর বিপুল সমাহার। আর এ প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির কর্মর্কতাগণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জে এই প্রথম বিশাল একটি মটর গাড়ির মেলার আয়োজন করেছে আকিজ মটরস। মেলায় ৪০ টি গাডি ডিসপ্লে করা হয়েছে । আকিজ গ্রুপ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করে একাধিক শিল্প ও কলকারখানা গড়ে তুলেছে দেশের বিভিন্ন জা্যাগায়। বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সি.এন.জি ষ্টেশনে গ্যাস বিক্রয় এবং গাড়ীর ব্যবসা অন্যতম। আমাদের রয়েছে ৮ টি ডিলার। আমরা ১ টন থেকে ৫০ টন পর্যন্ত ছোট, মাঝারি এবং বড় সকল ধরণের গাড়ি আমরা আমদানি করে থাকি। আমারা গাড়ি বিক্রয় করার পাশাপাশি ইলেকট্রিক মোটর সাইকেল আমদানি ও বিক্রয় করে থাকি। আধুনিক ওয়ার্কশপ নির্মাণের জন্য সকল প্রকার ওয়ার্কশপ ইকুইপমেন্ট পাবেন আকিজ মটরস-এ।
লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন বিভাগীয় প্রধান মো. সাইদ হাসান জানান, আমরা শুধু মাত্র গাড়ি বাজারজাত করছি না পাশাপাশি আমাদের রযেছে ৬ টি নিজস্ব সার্ভিস সেন্টার এবং সারা দেশে ২৭ টি অথোরাইজড সার্ভিস সেন্টার। বাংলাদেশেই গত তিন বছরে আমরা ১০০০ টি গাড়ি বিক্রয় করতে সক্ষম হয়েছি। এত অল্প সমযের মাঝে এতগুলো গাড়ি বিক্রয় করা একটি সাফল্য। আমরা উন্নত বিশ্বের মত উন্নত মানের গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা রুপপুর পারমানবিক কেন্দ্রে বিশেষ ধরণের গাডি প্রদান করেছি। জ্বালানী গাড়ির পিকআপ ও ভারী পার্টস আকিজ মটরসের একটি অন্যতম ডিলার হচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল ও ইলেক, গাড়ি।যা আজকাল বহি: বিশ্বের একটি জনপ্রিয় বাহন।
আকিজ গ্রুপের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত আকিজ গ্রুপ। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পঞ্চাশের দশকে গড়ে তুলেন বিড়ি ও পাট ব্যবসা। এর মাধ্যমে সাফল্য আসে আকিজ পরিবারে। বর্তমানে এক লক্ষের অধিক কর্মকর্তা/কর্মচারী কাজ করে যাচ্ছে। যার বিনিময়ে অর্জিত হয়েছে রপ্তানি ট্রফি (স্বর্ণ) পাট ও চামড়া বৃহৎ রপ্তানিকারক হিসেবে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা র্নথ এন্ড সাউথ এর ইনর্চাজ সোহেল রানা, ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের মাজহার আলী হিমু।