নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নবগঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী মো. নজিবুল্যাহ হিরুকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট আবদুল্যাহ আল মামুন রাশেদ। সোমবার তিনি ঢাকা আইনজীবি সমিতির কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান। ঢাকা জজকোর্টের আইনজীবি ও হাইজাদী ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ বলেন, নজিবুল্যাহ হিরু একজন গুণিজন ও দক্ষ সংগঠক। তিনি আইনজীবি সমিতিতে অত্যন্ত দক্ষতার সহিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল অ্যাডুকেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তিনি আরো বলেন, আমি আমার আড়াইহাজারবাসীর পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দেশরত্ন ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি একজন সৎ, মেধাবী ও দক্ষ ব্যক্তিকে তার উপযুক্ত সম্মান দিয়েছেন। আমরা তার পাশে আছি এবং বভিষ্যতেও থাকব। নজিবুল্যাহ এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য ছিলেন।