আওয়ামীলীগ নেতা ও বীর মু‌ক্তি‌যোদ্ধা সৈয়দ মজিবুর এর মৃত্যুবা‌র্ষিকীতে দোয়া কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক এবং সোনারগাঁও উপজেলা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজিবুর রহমান এর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ। ২৪ অক্টোবর( বৃহস্পতিবার ) এই দিনে তিনি তল্লা নিজ বাস ভবনে হৃদরো‌গে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গে‌ছেন।

এ‌দি‌কে দিন‌টি‌তে মহান এই নেতার স্মর‌ণে সোনারগাঁ উপ‌জেলা ও নারায়ণগ‌ঞ্জের তল্লা এলাকায় মিলাদ ও দোয়ার আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। গভীর শ্রদ্ধা জা‌নি‌য়েছেন উপ‌জেলা আওয়ামী লীগ, শ্র‌মিকলীগ সহ প্রবিণ নেতাকর্মীরা। তাছাড়া পরিবা‌রের পক্ষ থে‌কে তাঁর রূহের মাগ‌ফিরাত কামনায় সক‌লের কা‌ছে দোয়া কামনা করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, সৈয়দ মজিবর রহমান ১৯৫২ সালে সোনারগাঁও উপজেলা বানিয়াতলি গ্রামে জম্ম গ্রহন করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছেন। ১৯৭২ সালে আদমজী জুট মিলে চাকরীতে যোগদান করেন। ১৯৭৩ সালে আদমজীতে চাকরী অবস্থায় ঢাকার জেলার স্পেশাল পুলিশ অফিসার হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর মোস্তাক বাহিনীর হাতে আটক হয়েছিলেন। ৭৫ এর পরবর্তিতে যখন কেউ নিজেকে আওয়ামীলীগার বলে পরিচয় দিতে সাহস পেতনা সেই সময় সৈয়দ মজিবুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের টিকেটে মনোনয়ন প্রাপ্ত হয়ে সোনারগাঁ আসনে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে‌ছি‌লেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের নির্বাচন কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সাল থেকে থানা আওয়ামীলীগের সহ-সভাপতি থাকা অবস্থায় ২০০৬ সালের ২৪ অক্টোবর মৃত্যু বরণ করেন।

add-content

আরও খবর

পঠিত