আওয়ামীলীগে যোগ দিলেন বিএনপি নেতা আব্দুল মতিন প্রধান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফুলের নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগ দিলেন বিএনপি নেতা আব্দুল মতিন প্রধান। ১৫ই আগস্ট রোববার বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূইয়া সিটি মাঠে ডিএনডির মেঘা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রীর উপস্থিতিতে জেলা আওয়ামীলীগে শীর্ষ নেতাদের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন। তিনি সিদ্ধিরগঞ্জ পৌরসভা থাকাকালীন সাবেক প্রশাসক ও বর্তমান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এর আগে ২০১৫ সালের পহেলা মে সিদ্ধিরগঞ্জে হাডুডু খেলার অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মো. রমজান মতিন প্রধানের দল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন । ওই সময়ও মঞ্চে বর্তমান সাংসদ এ.কে.এম শামীম ওসমান ও মতিন প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ পুল থানা আওয়ামীলীগ কার্যালয়ে ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামীলীগ। থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের আহ্বায়ক আব্দুল মতিন প্রধান।

তবে বিএনপির কাছ থেকে সুবিধা নিয়ে সিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক হয়ে লাভবান হয়েছেন মতিন প্রধান। এমন অভিযোগ নেতাকর্মীদের। যে কারণে থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু ও সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল বিএনপি থেকে মতিন প্রধানকে বহিস্কার করেছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হুসনে আরা বাবলী, এমপি সানজিদা খানম, এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত