আউয়াল মেম্বারের দোয়া মাহফিলে হাজারো মানুষের ঢল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্রয়াত হাজী মীর আব্দুল মেম্বার ও তার স্ত্রীর রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মাহফিলে হাজারো মানুষের ঢল। শনিবার ২৫ নভেম্বর বাদ জোহর উক্ত অনুষ্ঠানে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেন তার পরিবারের সদস্য ছোট ভাই জাকারিয়া জাকির একমাত্র ছেলে মোস্তাফিজুর ইসলাম মুন্না ও বাবলু। উক্ত মিলাদ মাহফিলে থানা ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, ১৩ নং ওর্য়াড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন, জেলা কৃষকলীগ সভাপতি ইব্রাহীম চেঙ্গিস,  জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতা ও ইউপি সদস্য মোঃ সালাহউদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য হুমায়ুন কবির, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী শাহবুদ্দিন মাতবর, বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান প্রধান, দক্ষিন মাসদাইর এলাকার সমাজ সেবক সাব্বির আলম, সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল, সহ-সভাপতি এনায়েত হোসেন, যুগ্ম সম্পাদক খিজির আহমেদ, এনায়েতনগর শাঁসনগাঁও এলাকার সমাজসেবক আলহাজ্ব বিল্লাল হোসেন, সেলিম সরদার, মাসদাইর সরদারবাড়ী বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জব্বার খন্দকার, ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিম হাসান মিঠু, সমাজসেবক নোয়াব মিয়া, দক্ষিণ মাসদাইর এলাকার সাবেক মেম্বার ভাষানী প্রধান, আলেক চাঁন প্রধান, রমজান চৌধুরী, আফজাল সরদার, সারোয়ার হোসেন টিটু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করা খাবার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। শান্তিশৃঙ্খলা মতো অনুষ্ঠানটি সমাপ্ত হওয়ায় এলাকাবাসী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মরহুম মেম্বারের ছোট ভাই জাকারিয়া জাকির, একমাত্র ছেলে মোস্তাফিজুর ইসলাম মুন্না ও মকবুল হোসেন বাবলু।

add-content

আরও খবর

পঠিত