নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে বিজয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা রাগীব হাসান ভুইয়ার নেতত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন।
২৪ই ডিসেম্বর শুক্রবার বিকালে ভুইয়াপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে মিছিল নিয়ে যোগদান করা হয়। এ সময় তারা ট্রাকে সাউন্ড সিস্টেম এ জয় বাংলা, জিতবে আবার নৌকা সহ আইভীর নির্বাচনী গান নিয়ে সমাবেশ স্থলে অংশগ্রহন করেন।
রাগীব এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সাবেক সভাপতি গোপাল কৃষ্ণ সাহা সাগর, সাংগঠনিক সম্পাদক নুর আলম রিদয়, সাবেক অর্থ সম্পাদক ইনসারুল ইসলাম রাতুল, অর্থ সম্পাদক মিশুক সাহা, ইবনে আফফান আহনাফ, রাইসুল ইসলাম রাজিব, দুখু ভুইয়া, চুন্নু মিয়াসহ প্রমুখ।