নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নব নির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, আপনারা নির্বাচিত হয়ে এসেছেন, আপনারা আপনাদের মেয়রকে (ডা. সেলিনা হায়াৎ আইভী) উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগীতা করবেন। অনুরোধ কোন কাউন্সিলর ডুয়েল পলেসি খেলবেন না। আপনারা আপনাদের মেয়রকে (ডা. সেলিনা হায়াৎ আইভী) সর্বাত্মক সহযোগীতা করলে উন্নয়নটা হবে নারায়ণগঞ্জের। রাগ অভিমান থাকলে দরজা বন্ধ করে টেবিলে বসে ঝগড়া করবেন, বকা খাবেন, যাই হবে ওই কথা দরজার বাইরে আসবেনা। বাইরে এসে সাংবাদিকদের কাছে বলে দিবেন না। তাহলে দেখবেন সব সমস্যারই সমাধান হবে। যেকোন সমস্যাই টেবিলে বসে আলোচনার মাধ্যমে শেষ করা যায়।
১লা ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের চাঁনমারি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনের মিলনায়তনে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমন ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করা সহ ভবিষ্যত করনীয় নিয়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় তিনি এসকল কথা বলেন। মত বিনিময় সভায় সবাইকে টিকা গ্রহন ও মাস্ক ব্যবহারে আরো বেশি আগ্রহী করার ব্যাপারে জোরালো ভাবে কাজ করতে নির্দেশনা দেয়া হয়।
এসময় এমপি সেলিম ওসমান বলেন, বিগত দিনে করোনার সময় আপনারা বিশেষ করে মাকসুদুল আলমা খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, কামরুল হাসান মুন্না, আয়েশা আক্তার দীনারা জীবনের ঝুকি নিয়ে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ওমিক্রন সংক্রমন বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে আবারো সাধারণ মানুষের জন্য মাঠে নামতে হবে। সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে মাস্ক পড়ার জন্য, সবাই যাতে টিকা গ্রহন করে সে ব্যাপারে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে যে ব্যক্তি মাস্ক পড়বেন না তাকে লজ্জা দিয়ে হলেও মাস্কটা নিশ্চিত করাবেন। প্রতিটি ওয়ার্ডে টিকা কেন্দ্র স্থাপন করে হলেও সবাইকে টিকার আওতায় আনতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেসুর রহমান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আহম্মেদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, শিউলি নওশেদ, আয়শা আক্তার দীনা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।