অয়ন ওসমানের পক্ষে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সদর প্রতিনিধি ): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরে অয়ন ওসমানের পক্ষে আনন্দ র‌্যালী করেছে মহানগর ছাত্রলীগ। নারায়ণগঞ্জ-৪ আসনের সাসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষে মহানগর ছাত্রলীগ এই আনন্দ র‌্যালীটির আয়োজন করেছে।

শুক্রবার ১৩ এপ্রিল বিকেলে সরকারি তোলারাম কলেজ থেকে র্যালীটি শুরু হয়ে চাষাড়া চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে শেষ হয়।

মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদের নেতত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাছিম মাহামুদ তপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাফেল প্রধান, সোহাগ রনী, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মহানগর ছাত্রলীগ নেতা রাহাতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

র‌্যালীতে চাকুরির কোটা পদ্ধতি নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হাজারো শিক্ষার্থীদের জীবন আলোকিত করায় প্রধানমন্ত্রীকে সকল শিক্ষার্থীদের অভিভাবক, বিশ্বাস ও সর্বশেষ আশ্রয়স্থল বলে ঘোষনা করেছে।

add-content

আরও খবর

পঠিত