নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়োর ক্যারিয়ারের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। গ্লোবাল বক্স হিট মুভি অ্যাভাটার সিক্যুয়ালে অভিনয় করছেন তিনি। এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় সাই-ফাই সিরিজ অভিনয় করেছেন মিশেল। সর্বশেষ স্টার ট্র্যাক: ডিসকভারি এবং গার্ডিয়ানন্স অব দ্য গ্যালাক্সি ২.০ -তে অভিনয় করে প্রশংসিত তিনি।
ভ্যারাইটি ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, অ্যাভাটারের সিক্যুয়ালে বিজ্ঞানী ড. কারিনা মোগের চরিত্রে দেখা যেতে পারে ৫৬ বছর বয়সী এ অভিনেত্রীকে। জেমস বন্ড সিরিজের টুমরো নেভার ডাইজ সিনেমায় অভিনয় করেছিলেন মালয়েশিয়ার আইপোতে জন্মগ্রহণকারী মিশেল। এ ছাড়া চীনা ভাষার মার্শাল আর্ট চলচ্চিত্র ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন তিনি।
২০০৯ সালে হলিউডের বিখ্যাত জেমস ক্যামেরন পরিচালিত অ্যাভাটার বিশ্বব্যাপী আড়াই শ কোটিরও বেশি ডলারের ব্যবসা করে রেকর্ড সৃষ্টি করে। ক্যামেরন অ্যাভাটারের আরও চারটি সিক্যুয়াল বানাচ্ছেন। এ চারটি সিনেমার মুক্তির তারিখও ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।
অ্যাভাটার টু মুক্তি পাবে ২০২০ সালের ২ ডিসেম্বরে, অ্যাভাটার থ্রি ২০২১ সালের ১৭ ডিসেম্বরে, অ্যাভাটার ফোর ২০২৪ সালের ২০ ডিসেম্বরে, অ্যাভাটার ফাইভ ২০২৫ সালের ১৯ ডিসেম্বরে।