নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রযুক্তি ডেস্ক ) : অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর সাম্প্রতি সময়ের সবচেয়ে আলোচিত দুটি অ্যাপ হচ্ছে পোকেমন গো ও প্রিজমা। পোকেমন গো- গেমিং অ্যাপ, তবে বিশ্বব্যাপী সকলের জন্য এই অ্যাপটি এখনো উন্মুক্ত করা হয়নি। অন্যদিকে প্রিজমা- হচ্ছে ফটো এডিটিং অ্যাপ। যার মাধ্যমে ফটো এডিট করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের নতুন ট্রেন্ড শুরু হয়েছে। প্রিজমা অ্যাপটির মাধ্যমে বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে যেকোনো ছবিকে সহজেই আর্ট ওয়ার্কে রূপান্তর করা যায়।
আর তাই সোশ্যাল মিডিয়ায় সকলেই উৎসুক প্রিজমা ছবি শেয়ার করতে। কিন্তু বিশ্বব্যাপী প্রিজমা অ্যাপটি ব্যবহারের সুবিধা এত দিন ছিল শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য।
তবে সুখবর হচ্ছে, ২৪ জুলাই থেকে এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ এখন শুধু আইফোন ব্যবহারকারীরাই নয়, বরঞ্চ সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও প্রিজমা অ্যাপটি ব্যবহারের সুবিধা পাবেন। আইফোন সংস্করণের সকল সুবিধা অ্যান্ড্রয়েড সংস্করণে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুবির্ধাথে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর পক্ষ থেকে লিংকটি দেয়া হল। এই লিংক থেকে https://goo.gl/F16tT0 বিনা মূল্যে প্রিজমা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।