অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি পেলেন না.গঞ্জের এসপি জায়েদুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদোন্নতি প্রাপ্ত হয়েছেন নারায়ণগঞ্জের দায়িত্বরত সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) তিনি সৎ চৌকস, দায়িত্বশীল, প্রশংসনীয়ভাবে সুদক্ষভাবে নারায়ণগঞ্জ জেলাতে দায়িত্ব পালন করছে।

গত ২রা জুন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে বিষয়ে ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন ৩টিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলমসহ পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদ মর্যাদার আরো ৭৩ কর্মকর্তা।

এদের মধ্যে পদোন্নতি প্রাপ্তরা হলেন : নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) , গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আলী আহমদ খান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌ পুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম মাসুদ সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার . . মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদরদপ্তরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকা ১৩ আর্মর্ড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার . এইচ এম কামরুজ্জামান, রাজশাহীর উপ কমিশনার এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসপির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদরদপ্তরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের অফিসের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. মোকতার হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ সাইফু ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে।

অপর আরেক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট এর পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এস এম মেহেদী হাসান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডির পুলিশ সুপার মাসুদ আহাম্মদ, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, খুলনা শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এম জলিল, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আতিকুর রহমান মিয়া এসবির পুলিশ সুপার মো. সায়ফুজ্জামান ফারুকীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার উত্তম কুমার পাল, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, ডিএমপির উপকমিশনার সঞ্জিত কুমার রায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মোছা. শেহেলা পারভীন, পুলিশ সদরদপ্তরের এআইজি বেগম নাসিয়ান ওয়াজেদ, ঢাকা আর্মড পুলিশের পুলিশ সুপার বেগম শামীমা আক্তার, ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. ফারুক উল হক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর মমতাজ, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

পৃথক অপর প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়।

এর আগে গত ৩১শে মে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে প্রথম দফায় দুটি প্রজ্ঞাপনে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সুপার পদ মর্যাদার আরও  ৪৩ কর্মকর্তা।দিতীয় দফায় এই পর্যন্ত তিন দফায় মোট ৭৩ জনকে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পান।

add-content

আরও খবর

পঠিত