নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরিসহ বাসি খাদ্য সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে সুন্দরবন রেস্তোরা ও কিছুক্ষন মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রামমান আদালত। ৪ঠা আগস্ট মঙ্গলবার জেলা পরিষদের বিপরীত পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা পারভিন ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা পারভিন জানান, জেলা পরিষদের বিপরীত পাশের সড়কে সুন্দরবন রেস্তোরা ও কিছুক্ষন মিষ্টি ঘরে অভিযান পরিচালনা করে হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরিসহ বাসি খাদ্য সংরক্ষণ ও বিক্রি করছিলো ওই দুটি প্রতিষ্ঠান। তাই এই কারনে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ সুন্দরবন রেস্তোরা ১৫ হাজার এবং কিছুক্ষন মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।