অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় সুন্দরবন ও মিষ্টি ঘরকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরিসহ বাসি খাদ্য সংরক্ষণ বিক্রি করার অপরাধে সুন্দরবন রেস্তোরা কিছুক্ষন মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রামমান আদালত। ৪ঠা আগস্ট মঙ্গলবার জেলা পরিষদের বিপরীত পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা পারভিন ফারজানা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা পারভিন জানান, জেলা পরিষদের বিপরীত পাশের সড়কে সুন্দরবন রেস্তোরা কিছুক্ষন মিষ্টি ঘরে অভিযান পরিচালনা করে হয়। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরিসহ বাসি খাদ্য সংরক্ষণ বিক্রি করছিলো ওই দুটি প্রতিষ্ঠান। তাই এই কারনে ভোক্তা অধিকার আইন ২০০৯ সুন্দরবন রেস্তোরা ১৫ হাজার এবং কিছুক্ষন মিষ্টি ঘরকে হাজার টাকা জরিমানা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত