নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় জামতলা বিগ বেলী রেস্টুরেন্ট মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জানুয়ারী) সকালে জামতলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ নারায়ণগঞ্জ জেলা শাখা প্রসিকিউটর শাহজাহান হালদার, জাহিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটকামরুল হাসান মারুফ জানান, এখানে পুরোনো তেল আর মেয়াদহীন মসলা দিয়ে রান্না করছিরো। ভোক্তাদের আগের দিনের বাসি খাবার পরিবেশন করা হচ্ছিল। এমনকি রেস্টুরেন্টির রান্নাঘরের পরিবেশও অস্বাস্থ্যকর। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারায় বিগবেলী রেস্টুরেন্ট মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।