অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ জানাতে বিদ্যুৎ অফিসে গণসংহতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :নারায়ণগঞ্জে মার্চ ও এপ্রিল মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ জানিয়ে ডিপিডিসি’র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। সোমবার (২৬ মে) দুপুরে কিল্লারপুলস্থ বিদ্যুৎ অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদের সঙ্গে দেখা করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। তিনি কর্তব্যরত প্রকৌশলীর কাছে মার্চ ও এপ্রিল মাসের কিছু বিদ্যুৎ বিল দেখিয়ে অস্বাভাবিক ইউনিট বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা চান।

তিনি বলেন, এপ্রিল মাসের বিদ্যুৎ বিল মার্চের তুলনায় দ্বিগুণের বেশি এসেছে, অথচ ঈদের ছুটির কারণে ওই মাসে অনেকেই বাড়ি ছিলেন না। এই ভুতুড়ে বিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতি বছরই এই সময় অতিরিক্ত ইউনিট দেখিয়ে বাড়তি বিল আদায় করা হয়। এটা যেন নিয়মে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরও আমরা বিভিন্ন দপ্তরে পুরনো শাসনের ছাপ দেখতে পাচ্ছি। এটি অর্ন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তির জন্য হুমকি।”

মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান বলেন, নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। শ্রমিকদের ঘামে রোজগার করা অর্থ এইভাবে ছিনতাই রাষ্ট্রীয় ডাকাতির শামিল। অভ্যুত্থানের পরও যদি এই নিপীড়ন চলে, তবে সেটা নতুন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, বিলের নামে ছিনতাই বন্ধ করতে হবে। সুশাসনের আওতায় ন্যায্য অর্থের বিনিময়ে সেবার নিশ্চয়তা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রানি সরকার, জেলা কার্যকরী সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত