নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : দেশীয় তৈরী বিপুল পরিমাণ ধারলো অস্ত্রসহ নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। ২৪শে মে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে মাসদাইর কবরস্থান সংলগ্ন একটি গোডাউন থেকে মিজান ওরফে পিচ্চি মিজানকে আটক করে এলাকাবাসী।
আটককৃত সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের পুত্র।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসী দেশের তৈরী চাপাতি, রামদা, ছোরাসহ পিচ্চি মিজানকে আটক করে জরুরী সেবা ৯৯৯–এ ফোন করে। পুলিশ জরুরী লাইনে সংবাদ পেয়ে তাকে দেশীয় তৈরী অস্ত্র সহ আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।