অস্ত্রসহ ফতুল্লায় ৩ পেশাদার ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পেশাদার তিন ডাকাত কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার ও দেশীয় তৈরি একটি ধারালো ছুরি উদ্বার করেছে পুলিশ। ৩ই জুলাই শনিবার দিবাগত রাতে ফতুল্লার শাসনগাঁওস্থ মেথর খোলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : ফতুল্লা মডেল থানার ভোলাইল গেউদ্দার বাজারের রেশমার বাড়ীর ভাড়াটিয়া মৃত হাবিবুর রহমানের পুত্র মো. আরিফ হোসেন (৩৭), একই থানার মুসলিমনগর এতিমখানার হাজী সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মৃত আ: রাজ্জাক মিয়ার পুত্র রকিবুল হাসান রনি (৩১) ও জেলার সদর থানার বাবুরাইল নয়াপাড়ার জোড়া ব্রিজস্থ মফিজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া শারজাহানের পুত্র মো. শাহাদৎ (২১)।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌস রওশন জানান, শনিবার দিবাগত সাড়ে রাত ৩টার দিকে সংবাদ আসে যে থানার মেথর খোলায় অস্ত্রধারী ৮/১০ জনের একটি দল ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালালে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে দুইটি সুইচ গিয়ার ও দেশীয় তৈরী একটি ধারালো ছুরি সহ আরিফ, রনি ও শাহাদাৎ কে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে গ্রেফতারকৃতদের সাথে থাকা অপর ৪ সহযোগি রাজা, আকাশ, সঞ্জয় ও রিয়াদ পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা সড়ক পথে ডাকাতি, ছিনতাই, লুটতরাজের মতে ভয়ংকর অপরাধের জন্ম দিয়ে থাকে। গ্রেফতারকৃতদের বিরৃদ্ধে মামলা হয়েছে। রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত