নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নিউজিল্যান্ডে হামলায় অর্ধশত মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে সরকার।
অস্ট্রেলিয়ায় বসবাসরতদের সার্বক্ষণিক, বিশেষত জনসমাগমস্থলে সজাগ থাকারও আহ্বান জানানো হয়েছে। সংবাদমাধ্যমে নজর রাখার পাশাপাশি অন্য স্থানীয় সূত্রের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকি সম্পর্কেও অবগত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্ট অস্ট্রেলিয়ার নাগরিক।
ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা পর অস্ট্র্রেলিয়ার একজন সিনেটর এ হত্যাকাণ্ডের জন্য মুসলিমদেরই দায়ী করেন। একজন আইনপ্রণেতার এ রকম উগ্রপন্থী অবস্থান দেশটিতে বর্ণবাদী মনোভাব উসকে দেওয়ার আতঙ্ক ছড়িয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ক্যানবেরায় বাংলাদেশের হাইকমিশন নাগরিকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। যে কোনো প্রয়োজনে +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪২৪৪৭২৫৪৪ ও +৬১৪৫০১৭৩০৩৫ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।