অসূড় মুক্ত হোক ধরা : খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরবাসীকে কারাবন্দী বিএনপি চেয়ারপার্শন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল আহবায়ক ও ১৩নং ওর্য়াড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

আজ ৯ অক্টোবর এক শুভেচ্ছা বার্তায় মহানগর যুবদল আহবায়ক ও ১৩নং ওর্য়াড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, চার দিকের অন্যায় অত্যাচার জুলুম ও ভৌতিক মামলা আজ অসূড়ের কথা মনে করিয়ে দেয়। ধরা অসূড় মুক্ত হোক আজ এই প্রত্যাশাই করি।

তিনি আরো বলেন, গত ১৫ বছর আমি কাউন্সিলার হিসাবে শারদীয় দূর্গা উৎসবে আমার ওয়ার্ডে পূজা ঊৎযাপনে সার্বিক সহযোগিতা করেছি এবং দু:স্থ সনাতন ধর্মাবলম্বীদের অন্ন বস্ত্র দিয়ে সহযোগিতা করার, পাশে থাকার চেষ্ঠা করেছি। কিন্তু আজ আমি ভৌতিক মামলায় বাড়ী ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। তাই এ বছর আগের মত না পারলেও আমার পরিবার সামর্থানুযায়ী সনাতনী দু:স্থদের পাশে থাকার চেষ্ঠা করবে। আমার ওর্য়াডের ৪ টি মন্ডপের সার্বিক পরিস্কার পরিছন্নতা আমার কার্যালয় থেকে করা হবে। তিনি শারদীয় দূর্গা উৎসবের সার্বিক কল্যান ও সাফল্য কামনা করেছেন।

এছাড়াও শারদীয় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা, সরকার আলম, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম ও প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত