নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী বজলুর রহমান রিপন সড়ক দুর্ঘটনায় গুরুত্বর অসুস্থ হয়েছেন।
গত ৯ই মার্চ মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জের ট্রাক স্টেশন ইউনিয়ন অফিসের সামনে অটো রিকশা তার পায়ে উপরে উঠে যায় এ সময় তিনি গুরুত্বর ভাবে পায়ে আঘাত পান। এদিকে ছোট ছেলে ইমতিয়াজ রহমান রাফি বাবার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
১৫ই মার্চ মঙ্গলবার বিকালে মুঠো ফোনে আলাপ কালে রাফি জানান, গত মঙ্গলবার দুপুরে ট্রাক ষ্টেশন ইউনিয়ন অফিসের সামনে আমার বাবার পায়ের উপর অটো রিকশা উঠে যাওয়ায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে রক্ত পড়তে থাকে। এ সময় সাথে সাথে চিকিৎসকের নিকট নিয়ে গেলে তার পায়ে ১৩টি সেলাই করা হয়। বর্তমানে তিনি অসুস্থ থাকায় বাসায় বিশ্রামে রয়েছেন। বাবা যেনো দ্রুত সুস্থ হয়ে যায় তাই সকলেই বাবার জন্য দোয়া করবেন।