অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন ওসি নজরুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম তার অসুস্থ বাবা হারুন অর রশীদের জন্য দোয়া চেয়েছেন। তিনি একমাস ধরে থাইল্যান্ডের তাকসিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন ধরনের অসুখে ভোগছেন। তার ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছেন।

রোববার ওসি নজরুল ইসলাম বলেন, আমি আড়াইহাজারবাসী তথা নারায়ণগঞ্জ জেলাবাসী ও আমার পুলিশ বাহিনীর সকলের কাছে আমার অসুস্থ বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। তিনি বর্তমানে থাইল্যান্ডের তাকসিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একমাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে। এতে করে বাবাকে নিয়ে আমিসহ আমার পরিবারের সদস্যরা চিন্তায় আছেন। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তবে আল্লাহপাকের কাছে আমি সুকরিয়া জানাচ্ছি যে, তিনি ৬দিন নিরব থাকার পর আজ চোখ খুলেছেন। তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠেন, আল্লাহর কাছে আমি এ কামনাই করছি।

add-content

আরও খবর

পঠিত