নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাসায় হামলার ঘটনায় সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও শারমিন হাবিব বিন্নিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা বামজোট নেতৃবৃন্দ। বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস, সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এই দাবি জানান।
বিবৃতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাসায় এবং সচিব আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরপর তিনবার নির্বাচিত নাসিকের সৎ, নীতিবান আদর্শবান কাউন্সিলর ছিলেন অসিত বরণ বিশ্বাস। সাবেক কাউন্সিলর অসিতের বাসায় গত ২৭ অক্টোবর দিবাগত রাত ১ টায় সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান, সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অসিতকে খুঁজতে থাকে এবং ঘরে ভাঙচুর চালায়। বাসায় অনুপস্থিত থাকায় অসিতকে না পেয়ে সন্ত্রাসীরা বেড়িয়ে যায়। অসিত এর বাসায় হামলার খবর পেয়ে তাকে উদ্ধারে আসা তার সচিব আবুল কালামকে রাস্তায় পেয়ে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে। আবুল কালাম মারাত্মক আহত হয়ে এখনও হাসপালালে চিকিৎসাধীন।
সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কী অদৃশ্য কারণে থানার ওসি এখনও মামলা এন্ট্রি করে নাই, কাউকে গ্রেফতারও করে নাই।
নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনে থানায় প্রভাবশালীরা অপরাধ করলেও তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ মামলা দিতে পারে নাই। কিন্তু দুই হাজারের বেশি ছাত্র শ্রমিক জনতা জীবন দেয়ার পর গণঅভ্যুত্থান হয়েছে। তারপর একটি অন্তর্র্বতী কালীন সরকার ক্ষমতায় আছে। এসরকারের সময়ে দেশবাসী পূর্বের ন্যায় পক্ষপাতদুষ্ট পুলিশ দেখতে চায় না, পুলিশকে দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। যে জনতা স্বৈরাচারকে হটিয়েছে পুলিশের এই বিভ্রান্তিকর আচরণ জনতা সহ্য করবে না।
নেতৃবৃন্দ সাবেক কাউন্সিলর অসিতের বাসায় এবং আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।