নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নির্দেশে অসহায় শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে শিক্ষার্থীর পিতার কাছে এ আর্থিক সহযোগীতা হস্তান্তর করেছেন রবিন, রাসেল, কাজী শাওন, রনি, রহমান ও জুয়েল।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে হাজীগঞ্জ এলাকার বাসিন্দা রফিক (ছদ্মনাম)। তার সল্প উপার্জনে আদরের মেয়েকে পড়াশোনা করাতে হিমশিম খাচ্ছিলো। সর্বশেষ তার মেয়েকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে লেখাপড়ার ইতি টানতে চেয়েছিলো। তবে মেয়ে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় কলেজে ভর্তির জন্য সহায়তা পেয়ে এবার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে পিতা।