অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করলেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : চলছে শৈত্য প্রবাহ, কমেছে তাপমাত্রা, বাড়ছে শীত। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে জানুয়ারীর শুরুতেই শৈত্য প্রবাহে কাপঁছে পুরো দেশ। এতে সীমাহীন কষ্ট ও দুর্ভোগের শিকার হন ভাসমান ও নিন্ম আয়ের মানুষেরা। আবহাওয়া অফিস বলছে জানুয়ারীতে আরো দুই-তিনটি শৈত্যপ্রবাহে ফের কাঁপবে পুরো দেশ।

শৈত্যপ্রবাহের কষ্ট লাগবে রূপগঞ্জের অসহায় মানুষদের পাশে দাড়ালেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যার পর শীতবস্ত্র বিতরণ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। উপজেলার মঙ্গলখালী, বেড়িবাধ, পাড়াঁগাও,  নাডি,  মাছিমপুর, মিরকুটির ছেও, মাঝিপাড়া, হাওলিপাড়া, টঙ্গীরঘাট, মাহমুদাবাদ ও বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে দুই শতাধিক অসহায়ের মাঝে শীতবস্ত্র কম্বল- তোষক বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, চলতি বছরে পুরো উপজেলায় দুই সহস্রাধিক অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে । মঙ্গলবার থেকে শুরু হল এবং সরে জমিনে গিয়ে কেবল অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত