অসহায়দের জন্য খাদ্য সামগ্রী নিয়ে প্রস্তুত শেখ হাসিনার সৈনিকেরা : ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনাকালীন মহাদুর্যোগ ও মাহে রমজান উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম খাঁন ফাউন্ডেশনের আয়োজনে ১২ই এপ্রিল সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ের সম্মুখ থেকে সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের উদ্যোগে ও সভাপতিত্বে অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, বুট, মুড়ি, তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) উপহার সামগ্রী বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, অন্যান্য অতিথি হিসেবে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম প্রধান, শ্রমিক লীগ নেতা বিপ্লব খাঁন, যুবলীগ নেতা সেলিম, বোরহান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, মাহে রমজানের পূর্ব মুহুর্তে অসহায়দের জন্য খাদ্য সামগ্রী নিয়ে প্রস্তুত জননেত্রী শেখ হাসিনার সৈনিকেরা। এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং সকলের সুরক্ষার্থে নানান দিক নির্দেশনা দিচ্ছে। তাছাড়া জনগণের কল্যাণার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরণের প্রণোদনার ঘোষণা দিয়েছেন ও জনগণের পাশে এসে দাড়িয়েছেন। আমাদের সকলের উচিৎ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।

add-content

আরও খবর

পঠিত