অসম্প্রাদায়িক-গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান গণতন্ত্রী পার্টির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম বলেছেন, দেশের সকল প্রগতিশীল দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে অসম্প্রাদায়িক-গণতান্ত্রিক শোষনহীণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি মিলনায়তনে গণতন্ত্রী পার্টির জেলা ও মহানগর কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কতিপয় দূর্নীতিবাজ আমলাদের কারণে সরকারের উন্নয়ণ ম্লান হয়ে যাচ্ছে। দ্রব্যমূলের উর্ধ্বগতি, প্রশাসনে সীমাহীন দূর্নীতি, প্রশ্নপত্র ফাঁস শিক্ষা-ব্যবস্থায় চরম নৈরাজ্য, ব্যাংক লুটপাট অবিলম্বে এসব বন্ধ করতে হবে।
নুরুর রহমান সেলিম আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে ১৪দলীয় জোটকে আরও মজবুত ও শক্তিশালী করতে হবে।

পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মাহতাবউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রেসিডিয়াম সদস্য সরাফত আলী হীরা, শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যক্ষ ফরিদউদ্দিন ফরিদ।

জেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহাম কচি, জেলা কমিটির সহ-সভাপতি ফনিন্দ্র সরকার, পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, মহানগর শাখার সহসভাপতি অশোক কুমার দাস, মো: রাজু মিয়া, জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, শিক্ষাছাত্র সম্পাদক উৎপল সূত্রধর, যুব সম্পাদক শামীম খন্দকার, শ্রম সম্পাদক জাকির হোসেন, ছাত্র ঐক্যের নেতা জিসান তালুকদার, আলফি রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় সরাফত আলী হীরা বলেন, গণতন্ত্রী পার্টি একটি সৎ ও স্বচ্ছ রাজনৈতিক সংগঠন। এ সংগঠন করে কেউ ধনী হতে না পারলেও সমাজে সততার সাথে মাথা উচুঁ করে বাচঁতে পারবে। পূজিবাদী সমাজের পরিবর্তন আনতে হলে গণতন্ত্রী পার্টির আর্দশকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

সভায় নেপালে বিমান দূঘর্টনায় নিহতের জন্য শোক প্রকাশ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন পার্টির নেতারা।

স্বাধীনতা দিবস উদযাপন, জেলা ও মহানগর কমিটির বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়।

add-content

আরও খবর

পঠিত