অলিম্পিক ডে উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোটর্স রিপোর্টার ) : ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অলিম্পিক ডে-২০১৭ উদযাপন উপলক্ষে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৮ ই জুলাই এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, স্কুলের ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার জনগনের স্বতস্ফূর্ত অংশগ্রহন করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমেই দিবসটি পালন করা হয়ে থাকে।

সকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়াবিদ, স্কুলের ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ওসমানী পৌর স্টেডিয়ামে জমায়েত হতে শুরু করেন। এরপর স্টেডিয়াম থেকে শুরু হয়ে র‌্যালীটি চাষাড়া মোড় জিয়া হল প্রাঙ্গণের সামনে গিয়ে সমাপ্ত হয়]। র‌্যালীটির পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল। র‌্যালীতে অংশ নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ জসিম উদ্দিন, ডিস্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া, ক্রিকেট কোচ এনামুল হক খোকা, অশোক কুমার দাস, সুমন, শাফায়েতুল, আবদুল করিম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত