নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ পৌরসভার তাজপুর গ্রামে সীমানা প্রাচীরের দ্বন্ধকে কেন্দ্র করে অর্ধশত ফলজ গাছ কেটেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরিফ হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনায় ঐ এলাকায় উত্তোজন বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার তাজপুর গ্রামের ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়ির সীমানার আম, লিচু গাছসহ অর্ধশত গাছ কেটে ফেলে ঐ এলাকার প্রতিবেশী মাসুম মিয়া। মাসুম মিয়া পার্শ্ববর্তী জায়গা নিজের দাবী করে জোরপূর্বক গাছগুলো কেটে ফেলেছে। তবে এ জায়গা অনেক পূর্ব থেকেই আরিফ হোসেনদের দখলে আছে। তারাই এ জায়গায় চাষবাসসহ বিভিন্ন গাছ গাছালি লাগিয়েছেন।
এ ব্যাপারে আরিফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে মাসুম মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আমাদের বসতবাড়ির সীমানায় লাগানো ফলজ গাছ জোরপূর্বক কেটে ফেলে প্রতিপক্ষ মাসুম মিয়া।
তিনি আরো জানান, আমার এ জমিতে সার্ভেয়ার নিয়ে মাপঝোপ করা হয়েছে। এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে সম্পত্তি পরিমাপ করে আমরা এ জমি রায়ে পেয়েছে। তারপরও মাসুম মিয়া জোরপূর্বক আমাদের গাছ কেটে ফেলে।
অভিযুক্ত মাসুম মিয়া জানান, তাদের জায়গার ভিতরে আমি জায়গা পাওনা। আমি আমার পাওনা জমির গাছ কেটেছি।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, সীমানা প্রাচীরের দ্বন্ধে ফলজ গাছ কর্তন করার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।